• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভৈরবে মধুমতি সিনেমা হলে সাড়া জাগিয়েছে ‘যদি একদিন’

ভৈরব প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ মার্চ ২০১৯, ২১:১৫

‘যদি একদিন’ সিনেমার ছোট শিশু রূপকথার অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। শত প্রচেষ্টার পরেও বাবা ফয়সালের সঙ্গে অরিত্রির অর্থাৎ শ্রাবন্তীর মিল ঘটাতে না পেরে ব্যথিত হয়েছিল রূপকথা। আর সেই ব্যথায় কেঁদে ওঠে দর্শকমন।

পুরো সিনেমাটি দেখতে গিয়ে বেশ কয়েকবার মনের অজান্তে দুচোখের অশ্রু ঝরিয়েছেন কেউ কেউ।

এমনই দৃশ্য দেখা যায় কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবের মধুমতি সিনেমা হলে। সিনেমার পর্দায় ছোট্ট শিশু রূপকথার বেড়ে ওঠা জীবন গল্পে কেউ কেউ নিজেকে খুঁজে পেয়েছেন রূপকথার বাবা ফয়সালের চরিত্রে। রূপকথার চরিত্রে খুঁজেছেন নিজের সন্তানকে।

সোমবার দুপুরে ভৈরবের মধুমতি সিনেমা হলে দর্শক গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। পরিবার নিয়ে হাজির হয়েছিলেন অনেকেই।

---------------------------------------------
আরও পড়ুন : চলচ্চিত্রটি নির্মাণ করবেন না মারিয়া তুষার
---------------------------------------------

কথা হয় বেশ কয়েকজনের সঙ্গে। সরকারি চাকরিজীবী মোরশেদ আলম বলেন, ব্যস্ততার জন্য সিনেমাটি দেখার সময় পাইনি। আজ বাচ্চাদের নিয়ে আসলাম। বেশ ভালোই লেগেছে। একটি পারিবারিক ছবি। অনেকদিন এমন ছবি দেখা যায় না।

সিনেমাপ্রেমী দর্শকরা বলেন, সত্যিই পরিবার নিয়ে দেখার মতো গল্প। সিনেমাটি কলাকুশলীদের ধন্যবাদ জানান তারা।

আরও পড়ুন :

জিএ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বইমেলায় সাড়া জাগিয়েছে ‘নদী পেরোলেই সাততারা’
X
Fresh