• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিদায় নিলেন হাসির রাজা চিন্ময় রায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০১৯, ১২:৪০

চলে গেলেন বিশিষ্ট অভিনেতা চিন্ময় রায়। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। গতকাল রোববার রাত ১০টার দিকে কলকাতার সল্টলেকে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

১৯৪০ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশের কুমিল্লায় জন্ম নেয়া প্রথিতযশা এই কৌতুক অভিনেতার অভিনয় জীবন শুরু হয়েছিল কলকাতার থিয়েটার মঞ্চ থেকে। এক সময় সিনেমাতে দাপিয়ে অভিনয় করেছেন তিনি।

তপন সিংহের ‘গল্প হলেও সত্যি’ দিয়ে শুরু করে সবার নজর কাড়েন চিন্ময় রায়। এরপর ‘মৌচাক’, ‘হাটেবাজারে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘বসন্ত বিলাপ’, ‘গুপী গাইন বাঘা বাইন’-এর মতো অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। ভারতের বাংলা সিনেমার নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন অনন্য উচ্চতায়।

বেশকিছু দিন ধরেই সিনেমা জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন চিন্ময়। বছর খানেক আগে নিজ বাড়িতে একটি দুর্ঘটনায় আহত হন। তার পায়ে ও মাথায় গুরুতর চোট লাগে। সেই থেকেই তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসা চলছিল। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন।

আরও পড়ুন :

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহকর্মীদের চোখের জলে ভাসিয়ে বিদায় নিলেন খালিদ
একুশের ভোরে চিরবিদায় নিলেন কবি শামছুদ্দিনের ছেলে
X
Fresh