• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সোহেল মেহেদীর ‘ও মাইয়া’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মার্চ ২০১৯, ১৮:২৯

সোহেল মেহেদী মূলত আধুনিক গানের শিল্পী। পারিবারিক অনুপ্রেরণায় সঙ্গীতচর্চার শুরু ছেলেবেলায়। সঙ্গীতে তালিম নিয়েছেন আবুল হোসেন জোয়ারদার, অজয় কুমার দাশ, অর্ধেন্দু ব্যানার্জি, তপন কুমার ভট্টাচার্যসহ একাধিক সঙ্গীতজ্ঞের কাছে।

পাশাপাশি নজরুল, সেমি ক্ল্যাসিকাল, লোকসঙ্গীত করে থাকেন। তার প্রথম একক অ্যালবাম ‘বুকের ভেতর কষ্ট’ প্রকাশিত ২০০০ সালে। এরপর একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। তার সাম্প্রতিক আলোচিত গানের তালিকায় আছে- ‘ভালোবাসি বলবো তোকে’, ‘কেউ তো ছিল’, ‘বলা হলো না’, দ্বিধাসহ বেশ কিছু গান।


---------------------------------------------------------------------
আরও পড়ুন : টেলিফিল্মে ব্যান্ডজগতের অন্তরালের গল্প
---------------------------------------------------------------------

এককথায় বলা যায়, গানের মাঝেই ডুবে আছেন এই শিল্পী। সম্প্রতি ‘ও মাইয়া’ শিরোনামের একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। রেজাউল কবিরের কথা ও ফিরোজ প্লাবনের সঙ্গীত আয়োজনে গানটিতে তার সাথে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী বিপাশা।

এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। শাহ ফিরোজের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আশিক চৌধুরী ও অলিভিয়া।

সোহেল মেহেদী বলেন, ‘ও মাইয়া’ গানের কথা ও সুর চমৎকার হয়েছে। আশা করছি গানটি দর্শকদেরও ভালো লাগবে।’

জানা গেছে, সিনেটেল ফিল্মের ব্যানারে শিগগিরই গানটি প্রকাশিত হবে।

আরও পড়ুন :

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh