• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘আমি প্রত্যেকটি উপজেলায় একটি মাল্টিপারপাস হল করতে চাচ্ছি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মার্চ ২০১৯, ১৮:৩৭

অনেকদিন সিনেমা হলে বসে ছবি দেখা হয় না। আমার খুব ইচ্ছে ছিল 'যদি একদিন' সিনেমাটি হলে বসে দেখার। ছবির বিষয় শুনে এসেছি। আমি বেঙ্গল মাল্টিমিডিয়াকে অভিনন্দন জানাই। ছবির দুঃসময়ে আপনারা এমন ছবি করার উদ্যোগ নিয়েছেন সেজন্য। আশা করি সিনেমার পুরানো ঐতিহ্য ফিরে আসবে।

‘যদি একদিন’ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠানে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে শনিবার সকালে এসব কথা বলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি।

সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসারিত করা ও দর্শকদের হলমুখী করার উদ্যোগ নিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি প্রত্যেকটি উপজেলায় একটি মাল্টিপারপাস হল করতে চাচ্ছি। সে প্রকল্প হাতে নিয়েছি। সেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে। ছোট একটা সিনে কমপ্লেক্স থাকবে। সেটা যদি করতে পারি, তাহলে আমরা ভালো সিনেমা আবার ফিরিয়ে আনতে পারব। আরটিভির কর্ণধারসহ সিনেমার সঙ্গে যারা জড়িত আছেন, এক্ষেত্রে সবার সহযোগিতা চাই।

আমি আমার মেয়াদের মধ্যে এই কাজটি করে যেতে চাই। অন্তত আমার বেঁচে থাকার একটা উপলক্ষ্য তৈরি হবে।