• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

আসছে সেলিম আল দীনের মুনতাসির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মার্চ ২০১৯, ১৭:৪১

আগামী ৮ মার্চ সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যদল নাট্যজন এর ১০ম প্রযোজনা মুনতাসির।নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা এ নাটক নির্দেশনা দিয়েছেন সেলিম কামাল।

নাটকে মুনতাসির সর্বভূক প্রাণীর মতো চারপাশে যা কিছু পান, নির্বিচারে খেতে থাকেন। তার এই দানবীয় আচরণে অতিষ্ট চারপাশের সকলেই। একসময় তাকে নেয়া হয় হাসপাতালে। সেখানে তার পেট থেকে অপারেশন করে একের পর এক বের করা হয় অনেক দ্রব্য।

মিউজিক্যাল কমেডি এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তবিবুল ইসলাম বাবু, বিজন সরকার, শেখ খায়ের, সেলিম কামাল, মহসীন শামীম, শাহীন শিবলী, অভি প্রামানিক, শরিফুল ইসলাম, আল-ইমরান, রুক্সি, আশা, মায়া, আদিফ, শান্ত প্রমুখ।

উল্লেখ্য, এর আগে নাটকটি মুনতাসির ফ্যান্টাসি নামে মঞ্চায়ন করেছিল ঢাকা থিয়েটার। তাদের দীর্ঘদিন বিরতির ফাঁকে নাটকটি মঞ্চায়ন করছে নাট্যজন।

এম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৭ এপ্রিল)
নাইক্ষ্যংছড়ি দিয়ে রাতে বাংলাদেশে ঢুকল বিজিপির ৫০ সদস্য
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
X
Fresh