• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৮ পেলেন যারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৮

গতকাল ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’এ অনুষ্ঠিত হয়েছে আরটিভির ৮ম স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১ পর্যন্ত ছিল অনুষ্ঠানের জমকালো আয়োজন।

বর্ণাঢ্য এই আয়োজনের মাধ্যমে আরটিভিতে ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্প্রচারিত নাটক ও অনুষ্ঠানগুলোর মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, নাট্য পরিচালক, অভিনয়শিল্পী ও কণ্ঠশিল্পীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী তারিন।

মূলত শোবিজের শিল্পীদের সারা বছরের কাজের মূল্যায়ন এবং তাদের অভিনয় দক্ষতার স্বীকৃতি দিতে আরটিভি আয়োজন করে স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের।

এবার পাঁচটি বিভাগে ২৬টি ক্যাটাগরিতে বিচারক ও দর্শক এসএমএস এর মাধ্যমে নির্বাচিত তারকাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

এবারের আসরে আজীবন সম্মাননা জানানো হয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে।

এক নজরে ৮ম আরটিভি স্টার অ্যাওয়ার্ড

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটক (৫টি)

শ্রেষ্ঠ অভিনেতা আফরান নিশো (কেন্দ্রীয় চরিত্র), নাটক ধাঙর।

শ্রেষ্ঠ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী (কেন্দ্রীয় চরিত্র), নাটক অসময়।

শ্রেষ্ঠ পরিচালক সাজ্জাদ সুমন, নাটক ধাঙর।

শ্রেষ্ঠ রচয়িতা মেজবাহ উদ্দিন সুমন, নাটক ধাঙর।

জুরি সিলেকশন মিরানা জামান, নাটক সাধাসিধে মানুষের গল্প।

এক ঘণ্টার নাটক ও টেলিফিল্ম (৬টি)

শ্রেষ্ঠ অভিনেত্রী সুষমা সরকার (পার্শ্ব চরিত্র) নাটক ছোট ছেলে।

শ্রেষ্ঠ অভিনেতা আবুল হায়াত (পার্শ্ব চরিত্র) নাটক অথবা শ্রাবণের বৃষ্টিতে।

শ্রেষ্ঠ অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ (কেন্দ্রীয় চরিত্র), নাটক অথবা শ্রাবণের বৃষ্টিতে।

শ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী (কেন্দ্রীয় চরিত্র), নাটক লাক ভেলকি লাগ।

শ্রেষ্ঠ রচয়িতা অঞ্জন আইচ, নাটক অথবা শ্রাবণের বৃষ্টিতে।

শ্রেষ্ঠ পরিচালক গোলাম সোহরাব দোদুল, নাটক লাক ভেলকি লাগ।

অপরাধ অনুসন্ধান বিষয়ক নাটক (২টি)

শ্রেষ্ঠ রচয়িতা ড. মঈনুল খান, নাটককাইল্লা চোরা উধাও।

শ্রেষ্ঠ পরিচালক আনিসুর রহমান রাজিব, নাটক সময়ের গল্প পর্ব: রিপোর্ট।

সংগীত (৫টি)

পপুলার চয়েজ বেস্ট সিঙ্গার নন্দিতা (নারী)

পপুলার চয়েজ বেস্ট সিঙ্গার অপু (পুরুষ)

বেস্ট ব্যান্ড দলছুট।

বেস্ট সিনিয়র সিঙ্গার পলাশ ও আসিফ আকবর (পুরুষ)

বেস্ট সিনিয়র সিঙ্গার আঁখি আলমগীর ও কনা (নারী)

ধারাবাহিক নাটক (৬টি)

শ্রেষ্ঠ অভিনেতা জাহিদ হাসান (কেন্দ্রীয় চরিত্র), নাটক আদর্শ স্বামী।

শ্রেষ্ঠ অভিনেত্রী অপর্ণা ঘোষ কেন্দ্রীয় চরিত্র, নাটক হাটফেল ফয়েজ।

শ্রেষ্ঠ অভিনেতা সাজু খাদেম (পার্শ্ব চরিত্র), নাটক সেন্টিমেন্টাল সেলিম।

শ্রেষ্ঠ অভিনেত্রী তারিন জাহান (পার্শ্ব চরিত্র), নাটক বন্ধু বটে।

শ্রেষ্ঠ রচয়িতা (যৌথভাবে) বৃন্দাবন দাস, নাটক মজনু একজন পাগল নহে ও সাজিন আহমেদ বাবু নাটক আদর্শ স্বামী।

শ্রেষ্ঠ পরিচালক সাগর জাহান, নাটক মাহিনের লাল ডায়েরি।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমানসহ সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।

জিএ/এম /এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh