• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাঠমান্ডুর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ভারতে সোনু নিগম

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪১

পূর্ব নির্ধারিত কনসার্টে পারফর্ম করতে নেপালের পোখরায় গিয়েছিলেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগম। সেখানে হঠাৎ পিঠে প্রবল ব্যথা দেখা দেওয়ায় কাঠমান্ডুর নরভিক ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে চিকিৎসা শেষে নেপাল থেকে ভারত ফিরেছেন সোনু। খবর এনডিটিভির।

হাসপাতালে সোনু নিগমের এমআরআই করানো হয়েছিল। চিকিৎসা শেষে গেল মঙ্গলবার ভারতে ফেরেন তিনি। বেশ কিছুদিন আগেও ৪৫ বছর বয়সী গায়ক অসুস্থ হয়েছিলেন। দেশে ফিরে নিজের পোষা দুটো কুকুরের সঙ্গে ইন্সটাগ্রামে ছবি আপলোড করেছেন সোনু। ক্যাপশনে তিনি লেখেন, আমার দুই সন্তান। গোগলস নিগম ও শিফু নিগম।

চলতি মাসের শুরুর দিকের ঘটনা। ভারতের মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ডিনার করতে গিয়ে সামুদ্রিক মাছের একটি রেসিপি খেয়ে হঠাৎ অ্যালার্জিতে আক্রান্ত হন সোনু নিগম। তখন চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। দ্রুত আরোগ্য লাভের জন্য চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। নানাবতী হাসপাতালে ভর্তি হন তিনি। সুস্থ হবার পর ভেরিফায়েড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য অ্যালার্জি বিষয়ক পরামর্শ দিয়েছিলেন তিনি।

জিএ/ডি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বই বিক্রি করে মসজিদ নির্মাণে টাকা দিলেন সংগীতশিল্পী তাশরিফ
এক যুগ পর ভোট দিলেন আসিফ আকবর
বিয়ে করলেন সংগীতশিল্পী মিলন
X
Fresh