• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রয়াত বারী সিদ্দিকীর লেখা ও সুরে

ভালোবাসা দিবসে ‘সোহাগের প্রেমের ঘুড়ি’

আরটিভি অনলাইন

  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩১

ক্লোজআপ ওয়ান তারকা সোহাগ সুমন। দীর্ঘদিন ধরে গান চর্চা করলেও প্রথমবারের মতো গানের অ্যালবাম প্রকাশ হচ্ছে সোহাগের। অ্যালবামের নাম ‘প্রেমের ঘুড়ি’। বাংলাঢোলের ব্যানারে অ্যালবামটি বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে মুক্তি পাবে।

‘প্রেমের ঘুড়ি’ অ্যালবামটিতে রয়েছে চারটি গান। এর সুর ও কথা লিখেছেন প্রয়াত বারী সিদ্দিকী। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ২০১২ সালে এনটিভির গানের রিয়েলিটি শো ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ অংশগ্রহণ করেন সোহাগ। সেই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। সোহাগের বাড়ি ময়মনসিংহের ভালুকায়।

সোহাগ আরটিভি অনলাইনকে বলেন, ‘বারী সিদ্দিকী স্যারের কাছে দীর্ঘদিন গানের তালিম নিয়েছি। আজ স্যার নেই,অনেক স্মৃতি মনে পড়ছে। অ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, প্রায় তিন বছর আগে অ্যালবামের কাজে হাত দিয়েছিলাম। আগে থেকেই স্বপ্ন ছিল, আমার জীবনে প্রথম অ্যালবাম বারী সিদ্দিকীর লেখা ও সুরে করব। আমার স্বপ্ন পূরণ হয়েছে। বারী সিদ্দিকী আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল,তার অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে।

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh