• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পরিচালকের নাম ছাড়াই মুক্তি পাচ্ছে সিনেমা?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৮

একজন পরিচালককে বলা হয় ক্যাপ্টেন অব দ্য শিপ। কিন্তু এমন একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে সেখানে পরিচালকের নামই থাকছে না। ঘটনাটি বলিউডের। হ্যাশট্যাগ মিটুতে প্রশ্নবিদ্ধ পরিচালক বিকাশ বহেল।

এই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ আসার পর থেকেই ‘সুপার থার্টি’ ছবিটি থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে। ছবির শুটিং হৃত্বিক রোশন অভিনীত ছবিটি অভিভাবকহীন হয়ে পড়েছে। এটি মূলত অঙ্ক বিশারদ আনন্দ কুমারের বায়োপিক। শোনা যাচ্ছে, পরিচালকের নাম ছাড়াই বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। এখনও সম্পাদনাসহ অনেক কাজই বাকি রয়েছে।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান রিলায়েন্সের কর্ণধার শিবাশিস সরকার ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘প্রযোজনা সংস্থা হিসেবে রিলায়েন্সের দায়িত্ব সব কলাকুশলীর শ্রমকে সম্মান জানিয়ে আমাদের ছবিকে মুক্তি দেয়া। কারণ অনেকদিন ধরেই পোস্ট প্রোডাকশনের কাজ বন্ধ রয়েছে। এরই মধ্যে অনুরাগ কাশ্যপের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদের পার্টনার। আগেও অন্য পার্টনারদের ছবি সম্পাদনা করেছেন অনুরাগ। আমাদের অনুরোধ গ্রহণ করেছেন তিনি। কোনও ক্রেডিট ছাড়াই সম্পাদনা করতে রাজি হয়েছেন।’

চলতি বছরের জুলাই মাসে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
ভোট দিতে একসঙ্গে ঢালিউডের ‘তিন কন্যা’, জানালেন প্রত্যাশা
X
Fresh