logo
  • ঢাকা মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬

আঙুল দিয়ে কেক কেটে মিমির বিশেষ দিন উদযাপন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৪ | আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৯

টালিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী মিমি চক্রবর্তী। সিনেমা অথবা ব্যক্তিগত কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি।

১১ ফেব্রুয়ারি দিনটি মিমি ও তার ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজ মিমির জন্মদিন। আর আজকের এই দিনে আঙুল দিয়ে কেক কেটে জীবনের ৩০টি অধ্যায় পার করেছেন তিনি।

শুটিংয়ের কাজে ব্যস্ত থাকলেও মিমি জন্মদিনের প্রথম কেকটি কেটেছেন পরিবার ও বন্ধুদের সঙ্গে। বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে কেকটি কেটেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, কেক কাটার সময় মিমি কোন ছুরি ব্যবহার না করে আঙুল দিয়েই কেক কাটা সম্পন্ন করেন। এরপর সেই কেক মা তাপসি চক্রবর্তী ও বাবা অরুণ চক্রবর্তীর মুখে তুলে দেন। একে একে পরিবারের সবাইকে কেক খাওয়ালেন সুন্দরী এই অভিনেত্রী। এমনকি নিজের পোষা কুকুর ‘ম্যাক্স’-কে কেক খাওয়াতে ভোলেননি মিমি।

মিমির জন্ম ১৯৮৯ সালে শিলিগুড়িতে। বেড়ে ওঠা কলকাতায়। টালিউডে তার প্রথম সিনেমা ‘বাপি বাড়ি যা’ মুক্তি পায় ২০১২ সালে। এই মুহূর্তে শুটিং নিয়ে ব্যস্ত মিমি। পরিচালক শাগুফতা রফিকের পরিচালনায় তার আগামী ছবি ‘মন জানে না’। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির পোস্টার প্রকাশ করা হয়েছে।

 

জিএ/এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়