logo
  • ঢাকা মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯, ৮ শ্রাবণ ১৪২৬

নায়ক-নায়িকা আহত সিনেমার শুটিং বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩২
‘গাঙচিল’ ছবির শুটিং-এ ফেরদৌস-পূর্ণিমা আহত হয়েছেন খবরটি আরটিভি অনলাইনের মাধ্যমে রোববারই জেনেছেন পাঠক। তখন ফেরদৌস বলেছিলেন, শরীরের অনেক জায়গায় আঘাত পেয়েছেন। এক্সরে করা হচ্ছে।

এক্সরে রিপোর্টে দেখা গেছে, ফেরদৌস-পূর্ণিমার হাড় ভাঙেনি। তবে ব্যথায় তাদের শুটিং করার মতো অবস্থা নেই। তাইতো ছবিটির পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন শুটিং বন্ধ রাখার। আজ রাতে ঢাকায় ফেরার কথা শুটিং ইউনিটের।

গতকাল রোববার (১০ফেব্রুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জে সকালে মোটরসাইকেলের একটি দৃশ্যের শুটিং-এর সময় আহত হন ফেরদৌস-পূর্ণিমা। এ সময় পূর্ণিমা মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। অন্যদিকে ফেরদৌস তার পেছনে বসা ছিলেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনই পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন।

বিকেলে তাদের বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।

সম্প্রতি নোয়াখালীর কোম্পানীগঞ্জে এ ‘গাঙচিল’ ছবির শুটিং করছিলেন তারা। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও পূর্ণিমা। ছবির গল্পে সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস। অন্যদিকে পূর্ণিমার চরিত্রটি একজন এনজিওকর্মীর।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে ছবিটি নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।

জিএ/এম  

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়