• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে হাবিব ওয়াহিদ ও তাহসান খান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরের স্টেপলস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিশ্বসঙ্গীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কারে গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। এবার ছিল পুরস্কারের ৬১তম আসর। কাইনেটিক মিউজিকের আমন্ত্রণে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ ও তাহসান খান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন এই দুই শিল্পী। বিশ্বসঙ্গীতের কিংবদন্তি ও ভারতের অস্কারজয়ী সঙ্গীতজ্ঞ এ আর রহমানের সঙ্গে উচ্ছ্বাস নিয়ে ছবি তুলেছেন তারা।

গেল রোববার দুপুরে গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান আরম্ভ হয় এবং রাতে শেষ হয়। যদিও বছর দুই আগে তাহসান এই অনুষ্ঠানে প্রথম অংশ নিয়েছিলেন, তবে হাবিব ওয়াহিদ এবারই প্রথম।

বেশ উচ্ছ্বাস নিয়ে ফেসবুক লাইভ করেছেন হাবিব। লাইভে তিনি বলেন, ‘কাইনেটিক মিউজিকের আমন্ত্রণে ৬১তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছি। সঙ্গে আছেন তাহসান। এখানে অনেক নিয়মকানুন। আমি প্রথম এসেছি। একেবারে দারুণ অনুভূতি। অন্য রকম অভিজ্ঞতা হলো। গ্র্যামি অ্যাওয়ার্ড দেখতে আসা সার্থক।’

এছাড়া গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কাইনেটিক মিউজিককে ফেসবুকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তাহসান।

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন এত জনপ্রিয় ‘স্বপ্ন যাবে বাড়ি’ গানটি
সেই রাতে কী হয়েছিল জানালেন তাহসান-ফারিণ
জিতলেন তিন পুরস্কার, গ্র্যামির মঞ্চ থেকেই আটক কিলার মাইক
গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৪ : বাজিমাত করলেন যারা
X
Fresh