logo
  • ঢাকা শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯, ৮ ভাদ্র ১৪২৬

মেহজাবীনের ‘স্বপ্ন ভেজা মেঘ’

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪২
সময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিনার রহমান। সংখ্যায় কম, সফলতায় বেশি- এমন হিসেবে ক্রমশ এগিয়ে চলছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকে ঠিক একই অংকে যোগ আর বিয়োগ করে জনপ্রিয়তা পেয়েছেন আরেক কণ্ঠশিল্পী পূজা।

bestelectronics
এই দুজন এবারই প্রথম এক হলেন। গাইলেন ‘স্বপ্ন ভেজা মেঘ’ নামের একটি বিশেষ গান। স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর ও সঙ্গীত করেছন রেজওয়ান শেখ। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই গানটির ভিডিও প্রকাশ পেয়েছে শনিবার (৯ ফেব্রুয়ারি) একটি ইউটিউব চ্যানেলে।

এতে মিনার ও পূজার গানের সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার সঙ্গে আছেন জনপ্রিয় তারকা অপূর্ব। আরও আছেন মডেল-অভিনেতা অর্ণব অন্তু।

জানা গেছে, ‘ফার্স্ট লাভ’ নামের একটি নাটকের জন্য ভিডিওটি নির্মাণ করেছেন বি ইউ শুভ।

গান ও ভিডিওটি প্রসঙ্গে মিনার রহমান বললেন, ‘এর আগে ডুয়েট গান আমি খুব কমই করেছি। যতদূর মনে পড়ে কণা আপা আর ন্যানসি আপার সঙ্গে দুটি গান গেয়েছি। এবার গাইলাম পূজার সঙ্গে। গানটি বেশ সুন্দর। ভালো কথা, ভালো সুর। আর ভিডিওটি দেখার পর আরও ভালো লাগলো। খুব গোছানো একটা কাজ হয়েছে।’

এদিকে পূজা বললেন, ‘মিনার ভাইয়ার সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমাদের শুরুটা ভালো একটা গান দিয়ে হলো। ভিডিওটাও শুভ ভাইয়া ভালো বানিয়েছেন। ভিডিওতে থাকা তিনজন মানুষই আমার খুব পছন্দের। আশা করছি গান ও ভিডিওটি সবার ভালো লাগবে।’

এম/পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়