• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সত্যিটা মেনে নেয়া কঠিন: মাধুরী

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৬

বলিউডের প্রথম নারী সুপারস্টার বলা হয় তাকে। তিনি শ্রীদেবী। মৃত্যুর এক বছর হতে চললো। সহকর্মীরা তাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি।

সময় থেমে থাকে না। তেমনি থেমে থাকেনি শ্রীদেবীর রেখে যাওয়া কাজ। অভিষেক বর্মণ পরিচালিত ‘কলঙ্ক’-এ অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর। নায়িকার মৃত্যুর পর সেই জায়গায় আরেক জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে কাস্ট করা হয়। এই কাজটি ছিল মাধুরীর জন্য খুব কঠিন। সেকথা নিজেই জানিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে মাধুরী বলেন, ‘আমার কাছে চরিত্রটা যখন আসে, তখন শকড হই। কারণ অভিনেত্রী হিসেবে আমি চিত্রনাট্য ও চরিত্র জানি। কিন্তু মানুষ হিসেবে এই বিষয়টা মেনে নেওয়া কঠিন। আসলে সত্যিটা মেনে নেয়া কঠিন।’ খবর আনন্দবাজার পত্রিকা।

‘কলঙ্ক’-এ শ্রীদেবীর পরিবর্তে মাধুরীর অভিনয়কে স্বাগত জানিয়েছেন শ্রীদেবীর পরিবারের অনেকেই। শ্রীদেবীর মেয়ে জাহ্নবী সোশ্যাল মিডিয়ায় দুই অভিনেত্রীর ছবি একসঙ্গে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘অভিষেক বর্মণের পরের ছবি মায়ের হৃদয়ের খুব কাছের ছিল। মাধুরীজী এই ছবির সঙ্গে যুক্ত হলেন। বাবা খুশি আর আমি তার প্রতি কৃতজ্ঞ।’