• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোনও অন্যায় মেনে নেবো না: ড্যানি সিডাক

এ এইচ মুরাদ, আরটিভি অনলাইন

  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৫

‘সুপারম্যান’, বাঘা-বাঘিনী’, বনের রাজা টারজান’র মতো ব্যবসা সফল ছবির নায়ক তিনি। একাধারে নায়ক, প্রযোজক এবং পরিচালকও। চলচ্চিত্রের বিভিন্ন সমিতির নেতা হিসেবেও সফলতার সঙ্গে কাজ করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ভাইস প্রেসিডেন্ট ছিলেনআর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতেও পর পর তিনবার সিনিয়র সহ-সভাপতি ছিলেনএকই সমিতির জয়েন সেক্রেটারির দায়িত্ব পালন করেছেনচলচ্চিত্রের সব সেক্টরে বিচরণ করা মানুষটি আর কেউ নন ড্যানি সিডাকগত ৬ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড আগামী ১ বছরের জন্য পুনঃগঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন সাহসী চলচ্চিত্র অভিনেতা ড্যানি সিডাক নতুন দায়িত্ব পাওয়ার পর মুখোমুখী হন আরটিভি অনলাইনের। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক এ এইচ মুরাদ।

সেন্সর বোর্ডের নতুন কমিটির সদস্য হয়েছেন কেমন লাগছে?

আমি মনে প্রাণে চলচ্চিত্রের একজন মানুষ। এই দায়িত্ব আমার ওপর অর্পণ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাতে চাই। চলচ্চিত্রের মানুষ হিসেবে দায়িত্বটি আমাকে সম্মানিত করেছে। আমি চেষ্টা করব কাজটি যথাসাধ্য পালন করার।

কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেবেন?