logo
  • ঢাকা শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

বিনোদনের ইউটিউব চ্যানেল ‘বঙ্গ বুম’

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪১

ডিজিটাল ইউটিউব প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ দর্শকদের জন্য এনেছে নতুন উপহার। সম্প্রতি ‘বঙ্গ বুম’ (Bongo Boom) নামের একটি ইউটিউব চ্যানেল উন্মুক্ত করেছেন তারা।

এর মাধ্যমে দর্শকদের জন্য তৈরি হল বিনোদনের এক নতুন জগৎ। দেশের অনেক জনপ্রিয় ইউটিউবার এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন।

ইতোমধ্যে ব্যতিক্রমধর্মী ও রোমাঞ্চকর দর্শকদের বিনোদিত করতে চ্যানেলটি নিয়ে কাজ শুরু করেছেন আসিফ বিন আজাদ, শৌভিক আহমেদ ও জাকি আহমেদ।

বাংলা ভাষা-ভাষীসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের জন্য এখানে থাকছে নানা আয়োজন। দর্শকরা এখানে জোকস আড্ডা, সারপ্রাইজিং সেলব্রিটি শো, রন্ধন শো, ফিটনেস, লাইফস্টাইল, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজসহ বিনোদনধর্মী বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। 

জনপ্রিয় ইউটিউবার আসিফ, শৌভিক, জাকি ছাড়াও সালমান মুক্তাদির, প্রত্যয় হিরন, তৌহিদ আফ্রিদি, গান মেন্ডেজ, হৃদি শেখ, জেফার, মাহতিম শাকিব, ম্যাংগো স্কোয়াডসহ আরও অনেকই ‘বঙ্গ’র নতুন ধামাকা ‘বঙ্গ বুম’ এর সঙ্গে রয়েছেন যার ফলে বিনোদনের জন্য নতুন দুয়ারে দর্শক পাবে চমকপ্রদ কিছু।

 

জিএ/এম

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়