• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিল্পীদের বনভোজনে ডিপজলের উপহার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জানুয়ারি ২০১৯, ১৮:৪০

চলচ্চিত্রের মানুষের কাছে বড় হৃদয়ের মানুষ বলেই পরিচিত অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। ফিল্ম ইন্ডাস্ট্রির যে কারও প্রয়োজনে সবার আগে এগিয়ে যান জনপ্রিয় এই অভিনেতা।

হৃদয় উজাড় করে তিনি সহকর্মীদের ভালোবাসেন। সহকর্মীদের কারও চিকিৎসা, ঈদে আর্থিক সহযোগিতা নিয়মিতই করে থাকেন ডিপজল।

প্রতি বছরের মতো আগামীকাল বুধবার (৩০ জানুয়ারি) বার্ষিক বনভোজনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এদিন গাজীপুরের কালীগঞ্জে একটি রিসোর্টে অনুষ্ঠিত হবে এ বনভোজন।

বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হচ্ছে। এতে অংশ নেবেন চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা। এছাড়া দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরাও গাইবেন গান।

এদিকে বনভোজনের জন্য মঙ্গলবার এফডিসিতে শিল্পী সমিতির সামনে লাল ও কালো রঙের দুটি গরু উপহার দিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। সোশ্যাল মিডিয়াতে গরুসহ ছবিও পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুন

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়েতে ডব্লিউইও’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
এসব অরাজকতার মধ্যে আর কখনও যাব না : রোজিনা
X
Fresh