logo
  • ঢাকা শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

কলকাতার প্রযোজক শ্রীকান্ত মোহতা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৪ জানুয়ারি ২০১৯, ২১:০৪
কলকাতার নামী প্রযোজনা প্রতিষ্ঠান শ্রীভেঙ্কটেশ ফিল্মসের (এসভিএফ) কর্ণধার শ্রীকান্ত মোহতাকে রোজভ্যালি চিটফান্ড মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই।

bestelectronics
আজ বৃহস্পতিবার প্রযোজকের কসবার অফিস থেকে প্রথমে আটক করে সিবিআই। এরপর জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে সেখানেই গ্রেপ্তার করা হয় তাকে। খবর আনন্দবাজার পত্রিকা।

টালিউডে এসভিএফ-এর বেশ কিছু ছবির কাজ চলছে। কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘হইচই’ প্ল্যাটফর্মে একের পর এক ওয়েব সিরিজ তৈরি করছে এই সংস্থা। ছোট পর্দাতেও সিরিয়াল চলছে এই প্রযোজনা প্রতিষ্ঠানের। এসভিএফ কর্ণধারের গ্রেপ্তার চলতি কাজে প্রভাব ফেলবে কিনা তা নিয়ে জোর গুঞ্জন চলছে।

আগামী ৮ ফেব্রুয়ারি এসভিএফ-এর ব্যানারে মুক্তি পাবে অঞ্জন দত্তর ‘ফাইনালি ভালবাসা’। অরিন্দম শীলের নতুন ছবি ‘খেলা যখন’-এর শুটিং শুরু হবে।

বাংলাদেশে ২০১৭ সালের দিকে অফিস নেয় এসভিএফ। আরাধনা এন্টারপ্রাইজ নামে একটি কার্যালয়ও চালু করে তারা। এই প্রতিষ্ঠানের দায়িত্ব দেয়া হয় বিজয় খেমকাকে। তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন। এখানেও তাদের ছবি প্রযোজনার কথা ছিল।

এম/এমকে 

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়