logo
  • ঢাকা শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

পুরোনো দুটি স্মৃতিতে ফিরলেন দেব

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৪ জানুয়ারি ২০১৯, ১১:১৮
টেন ইয়ার চ্যালেঞ্জ নিয়ে অনেক তারকাই দশ বছর আগের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। তবে টালিউড নায়ক দেব ফিরে গেলেন ১০ ও ১৩ বছর আগের স্মৃতিতে।

bestelectronics
দুবাইতে ধারণ করা ২০০৬ ও ২০০৯ সালের দুটি ছবি নিজের ইন্সটাগ্রাম একাউন্টে আপলোড করেছেন তিনি। সঙ্গে দিয়েছেন ২০১৯ সালের ছবি। আর বুঝিয়েছেন জীবনে সময় ও কর্মের বিশাল ব্যবধানকে।

আই লাভ ইউ ছবির শুটিং করতে গিয়ে ২০০৬ সালে দুবাই গিয়েছিলেন দেব। এরপর ২০০৯ সালেও দুবাই যান তিনি। দুই সময়ে ধারণ করা ছবির সঙ্গে মিল রেখে জীবনের চ্যালেঞ্জকে বুঝিয়েছেন তিনি।

একটি ছবির ক্যাপশনে দেব লিখেছেন, সময় দ্রুত চলে যায়, ১৩ বছর চলে গেছে। একই ফ্রেমে আমার জীবনের তেরটি বছর।

পরিচালক রাজা চন্দের নতুন ছবিতে অভিনয় করছেন দেব। আর এই শুটিংয়ের কাজে বর্তমানে দুবাইতে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে ছবির ধরন বলছে শত ব্যস্ততার মাঝে একটু প্রশান্তি পেতে তার এই প্রচেষ্টা।

 

জিএ/এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়