• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দুই বছর পর আরফীন রুমি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জানুয়ারি ২০১৯, ১৭:২১

আরফীন রুমি। একাধারে তিনি শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক। দীর্ঘদিন স্টাইলিশ এই গায়ক কোনও গান করেনি বা তার নতুন কোনও গান প্রকাশ হয়নি। দুই বছরের বিরতি ভেঙে দর্শকদের সামনে আসছেন আরফীন রুমি।

আরফীন রুমির ভক্তরা প্রিয় শিল্পীর নতুন গান পাবেন আজ রোববার রাতেই। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ৩১তম পর্বে গানটি প্রচার হবে। আজ রোববার রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচার হবে।

২০১৯ সালের প্রথম পরিবর্তন সাজানো হয়েছে মোট ১৭ (সতের) টি পরিবেশনা দিয়ে। ইংরেজি নববর্ষের প্রথম মাস বিধায় বিভিন্ন সেগমেন্টে থার্টি ফাস্ট নাইট, মুক্তিযোদ্ধ, দেশাত্মবোধ ও ত্রিশ বিষয়ক কথা বার্তা প্রাধান্য পেয়েছে।

এবারের পর্বে নতুন ৪টি গান প্রচার হবে। এছাড়াও নিয়মিত আয়োজনগুলো থাকছে। এর মধ্যে মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে রয়েছে দর্শকপ্রতিযোগিতা পর্ব। বাংলাদেশের মানচিত্রে কোন জায়গায় কোন জেলা অবস্থিত তা সঠিকভাবে লেখাই এবারের প্রতিযোগিতার বিষয় ।

হজমআলী, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটাখাঁচকাটা, উল্টো চলা, হিট করছে, মমিন-হাতেম, দুই মহিলা, তিন ব্যক্তি, মানিক-রতন প্রভৃতি নিয়মিত পর্বে রয়েছে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটিবিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাত্বক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশ। নাট্যাংশগুলোতে ইংরেজি নববর্ষের প্রথম মাস বিধায় বিভিন্ন সেগমেন্টে থার্টি ফাস্ট নাইট, দেশাত্মবোধ, অর্থনীতিতে কৃষকের অবদান, ফেইসবুকের অপব্যবহার, পরনিন্দা পরচর্চা, নতুন বই, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান, ভর্তিযুদ্ধ, ভেজাল, ঘুষ দুর্নীতি ও বিদেশী অপসংস্কৃতি চর্চাপ্রাধান্য পেয়েছে।

নাট্যংশগুলোতে অভিনয় করবেন-দিলু খান, মামুনুল হক টুটু, আফরোজা হাসান, আশরাফ কবির, মাসুদ রানা মিঠু, তমাল মাহবুব, শাহীন খান, বি এম আজাদ, মনা সিদ্দিক হৃদয়, উত্তম, ফারুক মল্লিক, কাজী উজ্জ্বল, সৈয়দ আল মামুন, নূর-এ আলম নয়ন, জাহাঙ্গীর, শিউলী শিলা, শ্যামলী, ফাহমিদা শারমীন, টুটুল চৌধুরী, বিনয় ভদ্র, ফিরোজ হোসাইন, শ্যামল, বুলবুল ভূইয়া, আনোয়ার, আল আমিন, সুমন, ছোট লিটন, রুহুল আমিন, মঞ্চ মনির, মেঘা, শিল্পপ্রমুখ নিয়মিত শিল্পীবৃন্দ।

সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

এম/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh