• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মোদির সঙ্গে একঝাঁক তারকা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জানুয়ারি ২০১৯, ১৮:০২

সমাজ সংস্কারের ক্ষেত্রে বলিউডের অবদান অনেক। বলিউড চিন্তার জগতকে প্রসারিত করে, মুক্ত চিন্তা করতে শেখায়। আর এসবের সবকিছু নির্ভর করে শিল্পী-অভিনেতা বা বলিউড নামক মঞ্চের পেছনে যারা কাজ করছে তাদের উপর। এমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলিউড তারকাদের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদির আমন্ত্রণে বলিউড তারকাদের উচ্ছ্বসিত করেছিল। গেলো বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপরের দিকে প্রধানমন্ত্রীর দপ্তরে হাজির হয়েছিলেন তারকারা। তারকাদের সম্মানার্থে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজ।

নরেন্দ্র মোদি তারকাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন। কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছেন। রণবীর কাপুর, রণবীর সিং, আলিয়া ভাট, ভূমি পেডনেকর, সিদ্ধার্থ মালহোত্রা, করণ জোহর, রোহিত শেট্টিসহ অনেকেই এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে তারকারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। সিনেমার টিকেটের উপর জিএসটি (গুডস এন্ড সার্ভিস ট্যাক্স) কর কমানোর জন্য মোদির প্রশংসা করেছেন। অনুষ্ঠানে তারকারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎফুল্ল সেই ছবি ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন:

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আম্বানির ছেলের বউ যার সঙ্গে প্রেম করতেন
যার হাত ধরে নীল ছবির জগতে নাম লিখিয়েছিলেন সানি লিওন
মসজিদে নববিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েলন অভিনেত্রী
ভারতে ফিরলেই গ্রেপ্তার হবেন রাখি
X
Fresh