logo
  • ঢাকা রবিবার, ২৫ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬

আবারও ভাইরাল প্রিয়া প্রকাশ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৭ জানুয়ারি ২০১৯, ১৩:৪৯ | আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৩:৫৪
গেল মাসের গুগল সার্চের এক জরিপে তিনি সানি লিওনকেও ছাড়িয়ে গেছেন। ‘ওরু আদার লাভ’- কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ বদলে দেয় তার জীবন।

bestelectronics
রাতারাতি তারকা বনে যান। কেড়ে নেন লাখো তরুণের চোখের ঘুম। তিনি প্রিয়া প্রকাশ। ভ্রু-ভঙ্গি ও চোখ টিপে এতটা জনপ্রিয়তা পাবেন ভাবেননি প্রিয়া নিজেও।

ভিডিওটি ভাইরাল হবার পর প্রিয়া ইন্টারনেটের অন্যতম সেলিব্রিটি। সানিকে টপকে তার এক নম্বরে চলে যাওয়া এটাই প্রমাণ করে। এদিকে নতুন বছরেও প্রিয়ার এক নতুন ছবি আবারও ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যায়, আলো-আঁধারিতে বসে আছে প্রিয়া। তার চারপাশে যদিও আলো। তবে তা টুনি বাল্ব জাতীয় আলো। লাল টি শার্ট ও সাদা প্যান্ট পরিহিত প্রিয়ার হাতেও একগুচ্ছ আলো। আলো-আঁধারির মোহময় পরিবেশে প্রিয়াকে দেখে মুগ্ধ নেটিজেনরা। পোস্টের পাঁচ ঘণ্টার মধ্যেই লাইক পৌঁছে যায় প্রায় তিন লাখে!

ওই ছবির ক্যাপশনে প্রিয়া লেখেন- ‘তোমাদের আলোতে আমি ভালোবাসতে শিখি।’ খবর এলেবা।

এর আগেও প্রিয়া একটি ছবির সিরিজ শেয়ার করেছিলেন, যেখানে আলোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

প্রিয়া প্রকাশ অভিনীত ‘ওরু আদার লাভ’ ছবির ভিডিও ক্লিপ ভাইরাল হতেই আরও অনেক কাজের অফার আসতে থাকে তার কাছে। এরই মধ্যে বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে। মজার ব্যাপার হলো সেই বিজ্ঞাপনটিও ভাইরাল হয়।

আরো পড়ুন:

এম/এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়