• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অবশেষে ‘দাগ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জানুয়ারি ২০১৯, ২০:২০

অবশেষে ‘দাগ’ ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা তারেক সিকদার। আসছে ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছেন এই পরিচালক। ত্রিভুজ প্রেমের গল্পের ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম ও আঁচল আখি।

এর আগে ২০১৭ সালের শেষ দিকে ছবিটি মুক্তির ঘোষণা দিলেও এতোদিনেও ছবিটি মুক্তি পায়নি। ‘দাগ’-এ আঁচল ও মিমকে দুই বোনের ভূমিকায় দেখা যাবে। গল্পে থাকছে বেশ কিছু চমক।

ছবির গল্প নিয়ে তারেক আরটিভি অনলাইনকে জানান, ‘দাগ’ ছবিতে দর্শকরা ভিন্নতা পাবেন। ছবিতে মিমকে দর্শকরা ভিন্নধর্মী চরিত্রে দেখতে পাবেন। তার চরিত্রটি একজন চিত্রশিল্পীর। খুব সাদামাটা একটি মেয়ে। যার আঁকা ছবি দেখে তার খোঁজে লন্ডন থেকে একটি ছেলে (বাপ্পী) ছুটে আসে।

এদিকে আঁচলের চরিত্রটি খুব চঞ্চল একজন মেয়ের। সেও বাপ্পীকে ভালোবাসে। কিন্তু বাপ্পী ভালোবাসে মিমকে। নানা টানা-পোড়েনের মধ্যে দিয়ে ছবির গল্প এগিয়ে যায়। আমার বিশ্বাস ছবির শেষ দৃশ্য না দেখা পর্যন্ত দর্শকদের মধ্যে শেষটায় কি হয় তা জানার আগ্রহ থাকবে।

‘দাগ’ ছবির কাহিনি লিখেছেন কামাল আহমেদ, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

এম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
বিলিয়নেয়ারদের সংখ্যায় বিশ্বে তৃতীয় মুম্বাই
রাজা জিগমে খেসার আমন্ত্রণে ভুটান গেছেন তথ্য প্রতিমন্ত্রী
X
Fresh