• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পরিবারের সবাই মিলে ভোট কেন্দ্রে যাবো: বাপ্পী চৌধুরী

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৪

জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটার। ভোটের দিন খুব সকাল সকাল দিন শুরু হবে বাপ্পীর। কারণ, ঢাকা থেকে ভোট দিতে যাবেন তিনি। নারায়ণগঞ্জে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন নিয়ে একসঙ্গে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন।

বাপ্পীর ওই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হলেন এ কে এম সেলিম ওসমান (জাতীয় পার্টি)। আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থীকেই ভোট দেবেন বলে আরটিভি অনলাইনকে জানালেন বাপ্পী।

বাপ্পী চৌধুরী বলেন, ভোট দেয়া শেষে আমাদের প্রিয় নায়ক ফারুক ভাইয়ের সঙ্গে দেখা করবো। তিনি ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করছেন। ফারুক ভাইয়ের সঙ্গে আমাদের অনেক সহকর্মী আছেন। সবার সঙ্গে সময় কাটাবো। এরপরে চলে যাবো ঢাকা-১২ আসনে। আমার বন্ধুর বাবা সেখানকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। দিনভর আড্ডা হবে বন্ধুদের সঙ্গে। এরপর ভোটের ফলাফল জানার অপেক্ষায় থাকবো।

আরও পড়ুন :

এম/ডি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মা হারালেন চিত্রনায়ক বাপ্পী
মুক্তির অনুমতি পেল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী ৩৬ ঘণ্টার চলচ্চিত্র ‘৫৭০’
৪০ দিন পর মরদেহ বুঝে পেল ৪ পরিবার
নওগাঁ-২ আসনের নির্বাচনে নৌকার জয়
X
Fresh