• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লন্ডনে ব্যারিস্টারি পড়তে চান সঙ্গীতশিল্পী সালমা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ ডিসেম্বর ২০১৮, ১৮:২৪

সংগীত ও সংসার দুটোর সঙ্গেই পড়ালেখাকে গুরুত্ব দিয়েছেন মৌসুমী আক্তার সালমা। ধানমণ্ডির একটি বেসরকারি ল কলেজে এলএলবি পড়ছেন এই সংগীতশিল্পী।

আগামী জানুয়ারিতে তার দ্বিতীয় বর্ষের ফাইনাল। চার বছরের এলএলবির বাকি দু’বছর লন্ডনে পড়তে চান তিনি।

এ প্রসঙ্গে আজ শুক্রবার আরটিভি অনলাইনকে সালমা বলেন, পরীক্ষা শেষ করে আমি পরিপূর্ণ সিদ্ধান্ত নেবো। তবে নিশ্চিত যে, আমি মুভ করবো। বাকি দুটি বছর আমি ইউকেতে(লন্ডন) পড়তে চাই।’

ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় সাবেক এই চ্যাম্পিয়ন দুই বছর সঙ্গীত অঙ্গন থেকে কিছুটা দূরে ছিলেন। তবে তার এ দূরে থাকা ছিল পরিবার ও সন্তান নিয়ে।

সবশেষ ২০১৬ সালে তার ‘মনমাঝি’ অ্যালবাম বের হয়। তবে জানা যায়, ইউটিউবে প্রকাশের জন্য সম্প্রতি ‘আপন মানুষ’, ‘আমারে ভুলিয়ারে বন্ধু’, ‘প্রাণ ভ্রমরা’ সহ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

আগামী জানুয়ারিতে ভিডিওসহ কয়েকটি গান প্রকাশিত হবে। তবে দেশের বাহিরে গেলেও সংগীতের সঙ্গে সম্পৃক্ততা থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন :

জিএ/এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh