• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অস্কারে সংক্ষিপ্ত তালিকায় নেই ‘ডুব’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৬

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস গতকাল মঙ্গলবার ৯১তম অস্কারের সেরা বিদেশি ভাষার ছবির সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে।

সংক্ষিপ্ত তালিকাতে স্থান করে নিতে পারেনি বাংলাদেশ থেকে পাঠানো চলচ্চিত্র ‘ডুব’। পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

এবার বিদেশি ভাষার ছবি বিভাগে জমা পড়ে ৮৭টি দেশের চলচ্চিত্র। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ‘ডুব’। ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পার্নো মিত্রসহ অনেকে।

অ্যাকাডেমি সদস্যরা গত অক্টোবরের মাঝামাঝি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘ডুব’সহ জমা পড়া সব ছবি দেখেছেন। তারা বেছে নেন ছয়টি ছবি। এছাড়া অ্যাকাডেমির বিদেশি ভাষার ছবি বিভাগের নির্বাহী কমিটি সংক্ষিপ্ত তালিকায় আরও তিনটি চলচ্চিত্র যুক্ত করেছে। এই ৯টি ছবি অ্যাকাডেমি সদস্যরা দেখে ব্যালটে ভোট দেবেন। তাদের রায়ে চূড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি চলচ্চিত্র।

ছবিগুলো হলো- বার্ডস অব প্যাসেজ (কলম্বিয়া), দ্য গিল্টি (ডেনমার্ক), নেভার লুক অ্যাওয়ে (জার্মানি), শপলিফটারস (জাপান), আইকা (কাজাখস্তান), কেপারনম (লেবানন), রোমা (মেক্সিকো), কোল্ড ওয়ার (পোল্যান্ড) ও বার্নিং (দক্ষিণ কোরিয়া)।

সেরা বিদেশি ভাষার ছবির বিভাগ ছাড়াও প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, মেকআপ ও হেয়ারস্টাইলিং, মৌলিক সুর সংযোজন, মৌলিক গান, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে অস্কারের আয়োজকরা।

এম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিলিয়নেয়ারদের সংখ্যায় বিশ্বে তৃতীয় মুম্বাই
রাজা জিগমে খেসার আমন্ত্রণে ভুটান গেছেন তথ্য প্রতিমন্ত্রী
পরাগের দুর্দান্ত ফিফটিতে জিতল রাজস্থান
বিয়ে করেছেন রিয়েলিটি সিরিজে খ্যাতিমান মার্কিন সংযুক্ত যমজ অ্যাবি হেনসেল
X
Fresh