• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘মিস ইউনিভার্স-২০১৮’ বিজয়ী ক্যাট্রিওনা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৪

মিস ইউনিভার্স-২০১৮ নির্বাচিত হয়েছেন ফিলিপাইনের তরুণী ক্যাট্রিওনা গ্রে। রোববার (১৬ ডিসেম্বর) ৯৩ দেশের প্রতিযোগী থেকে ২৪ বছর বয়সী ক্যাট্রিওনাকে বেছে নেয়া হয়।

এবারের আসরে প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার তামারিন গ্রিন। আর তৃতীয় স্থানে রয়েছেন ভেনেজুয়েলার স্টেফানি গুতিরেজ।

এছাড়া থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এই সুন্দরী প্রতিযোগিতায় স্বাগতিক সোফিদা কানচানারিন ১০ম স্থান অধিকার করেন।

ক্যাট্রিওনা চূড়ান্ত পর্বে সবাইকে মুগ্ধ করেছেন। তিনি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে জানান, কাউকে খাবার দিলে সে পরের দিন আবারও ক্ষুধা অনুভব করবেন। ওষুধ দিলে জীবনে আবারও এটার প্রয়োজন হবে। কিন্তু কাউকে শিক্ষা দিলে সে সারাজীবন এটা মনে রাখবে।

ক্যাট্রিওনা পেশায় টিভি উপস্থাপক ও মডেল। তার জন্ম কুইন্সল্যান্ডে। ক্যাট্রিওনার বাবা স্কটিশ অস্ট্রেলিয়ান ও মা ফিলিপাইনের নাগরিক।

এম/এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব সতর্কতা
কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে সন্তুষ্ট ভুটানের রাজা
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
X
Fresh