• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ায় বিজয় দিবসের কনসার্টে একঝাঁক তারকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ডিসেম্বর ২০১৮, ১৬:০০
ছবিতে জামিল-ঐশী

আগামী ২২ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবসের কনসার্ট। বাংলাদেশ থেকে বেশ কজন তারকা শিল্পী অনুষ্ঠানে যোগ দেবেন।

ব্যান্ড দল সোলস, ওয়ারফেজ, সঙ্গীতশিল্পী ঐশী, আবু হেনা রনিসহ অনেকেই পারফর্ম করবেন। পুরো কনসার্টটি উপস্থাপনা করবেন অভিনেতা-গায়ক জামিল হোসেন।

সোমবার কনসার্টে অংশ নিতে যাওয়ার বিষয়টি আরটিভি অনলাইনকে জানিয়েছেন জামিল হোসেন। আগামীকাল অস্ট্রেলিয়ায় উদ্দেশে রওনা হবেন তিনি।

জামিল হোসেন বলেন, বিদেশের মাটিতে বিজয় দিবসের এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে ভালো লাগছে। বিদেশে অবস্থানরত বাঙালি ভাই-বোনেরা দেশকে খুব মিস করেন। সেখানে বসবাস করলেও মনটা দেশেই পড়ে থাকে। তাদের জন্য এমন একটি উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এখান থেকে যারা যাচ্ছেন সবাই অনেক প্রিয় মুখ। তাদের পারফর্মেন্স দর্শকরা উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।

এদিকে গেলো ২১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার আনসান শহরে ইপিএস বাংলা কমিউনিউটি আয়োজিত এক অনুষ্ঠানে পারফর্ম করেন জামিল। ওই অনুষ্ঠানটিও উপস্থাপনা করেন তিনি।

জামিল বিভিন্ন কনসার্ট উপস্থাপনার পাশাপাশি নিয়মিতভাবে নাটকে অভিনয় করছেন। এছাড়াও সঙ্গীত ভুবনেও তার বিচরণ রয়েছে।

এম/এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
যান্ত্রিক ত্রুটি, ১৯ ঘণ্টা পর ছেড়ে গেল বিমানের ফ্লাইট
ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের
X
Fresh