• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভোটারদের মাঝে নায়ক ফারুক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:২৯

দেশীয় চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনে নৌকা প্রতীক নিয়ে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছেন তিনি।

এরই মধ্যে ভোটারদের মনজয় করতে জনসংযোগ শুরু করেছেন নায়ক ফারুক। ছুটে যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। প্রিয় নায়ককে কাছে পেয়ে অনেক ভক্তই একটি বার ছুঁয়ে দেখার ইচ্ছা পোষণ করেছে। ফারুকও যথাসাধ্য চেষ্টা করছেন।

ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথসভা ও লিফলেট বিতরণ করছেন তিনি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ২০ নং ওয়ার্ডের মহাখালী ওয়্যারলেস গেট থেকে নির্বাচনের প্রচার কাজ শুরু করেন ফারুক। তারপর টিভি গেট, স্টাফ কোয়াটার এলাকায় পথসভা ও লিফলেট বিতরণ করেন তিনি।

এদিকে শুক্রবার কচুক্ষেত বাজার, তামান্না, কচুক্ষেত পুরান বাজার, মুক্তিযোদ্ধা সড়ক, সেনাপল্লী স্কুল এলাকায় বিকাল ৩টা থেকে গণসংযোগ করবেন। এরপর ১৫ ডিসেম্বর ঢাকার ১৫ নং ওয়ার্ড, ১৬ ডিসেম্বর ১৯ নং ওর্য়াড, ১৭ ডিসেম্বর ১৮ নং ওয়ার্ডে পথসভা ও লিফলেট বিতরণ করবেন।

ঢাকা-১৭ আসনে নায়ক ফারুকের প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ধানের শীষ প্রতীক নিয়ে আন্দালিব রহমান পার্থ, সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাজমুল হুদাসহ মোট ১০ জন প্রার্থী।

এম/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জন্মদিনে ‘জংলি’ হয়ে ধরা দিলেন সিয়াম
সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
জনপ্রিয় সংগীতশিল্পী কমলেশ আর নেই
ইতিহাস বিকৃত করে সফল হয়নি বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh