• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নৌকায় ভোট চাইলেন রিয়াজ-ফেরদৌস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ডিসেম্বর ২০১৮, ১৬:০৭

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়ক রিয়াজ ও ফেরদৌস। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন তারা। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গী হয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় প্রধানমন্ত্রীর জনসভা থেকে নৌকা মার্কায় ভোট চেয়েছেন রিয়াজ-ফেরদৌস।

গতকাল বুধবার ওই জনসভায় নায়ক রিয়াজ বলেন, ‘আজ আমার সবচেয়ে আনন্দের দিন। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এ মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাভি পোঁতা এবং তিনি এই মাটিতেই শায়িত। এই মাটিতে আমাদের সমৃদ্ধ বাংলাদেশের কাণ্ডারি শেখ হাসিনার নাড়ি পোঁতা। আপনাদের সবার নাড়ি পোঁতা।’

তিনি আরও বলেন, ‘সামনে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন। এদিন আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আমার অভিনয়ের মধ্য দিয়ে আপনাদের যদি বিন্দুমাত্রও বিনোদন দিয়ে থাকি, তার বিনিমিয়ে নৌকায় ভোট চাইবো। এই ভোট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে জয় লাভ করে আমরা ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ একসঙ্গে পালন করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।’

নায়ক ফেরদৌস তার বক্তব্যে বলেন, ‘এবারের নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। সেখানে আমাদের জয়ী হতেই হবে। আমার ২০ বছরের চলচ্চিত্র অভিনয়জীবন যদি বিন্দুমাত্র ভালোবেসে থাকেন, তবে নৌকায় ভোট দেবেন। তরুণ প্রজন্মের যারা প্রথম ভোট দেবে, তারা অবশ্যই যেন নৌকায় ভোট দেয়। ভবিষ্যতে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশকে আরও এগিয়ে নিতে চাই।’

উল্লেখ্য, নায়ক রিয়াজ ও ফেরদৌস দুজনের চলচ্চিত্র ক্যারিয়ারের বয়স ২০ বছর।

এর আগে গেলো ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দেন রিয়াজ-ফেরদৌস।

আনুষ্ঠানিক ভোটের প্রচারের প্রথম দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শেখ হাসিনার সঙ্গে ছিলেন।

আরও পড়ুন :

এম/এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস
ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান রিয়াজ 
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
X
Fresh