• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আরটিভিতে ‘মায়ের গল্প’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৮, ১৪:৪০

নিজের গ্রামের চেয়ে টাউট মতিনের নাম আশপাশের দশ গ্রামে বেশি আলোচিত। বন্ধুবান্ধব নিয়ে গ্রামে টাউটারি করে বেড়ানোই মূল পেশা ও নেশা মতিনের।

মা-বউ সংসার কোনও বাধাই মতিনকে টাউটারি থেকে ফেরাতে পারে না। একদিন এক ভুক্তভোগীর বিচারে মতিনের মা তার নিজের কানের দুল যখন ভুক্তভোগীকে দিয়ে দেয় তখন মতিনের বিবেক জাগ্রত হয়।

তারপর সে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করে। কিন্তু গ্রামের মানুষ তাকে টাউট হিসেবে ফিরিয়ে দেয়। কিন্তু মতিনের হাতেই প্রতারিত হওয়া গ্রামের থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মতিনকে কাজে নেয়।

মতিন তার সর্বস্ব দিয়ে কাজে ফিরে আসার চেষ্টা করে। নিজের টাউট ইমেজকে পেছনে ফেলে এবং আশাহত মা ও বউ-এর সামনে যখন ওই কানের দুল ফিরিয়ে এনে দিতে পারে। তখন মা ও বউ নতুন করে সংসারের আস্থা খুঁজে পায় মতিনের প্রতি। এমন গল্পে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘মায়ের গল্প’।

আজ বুধবার (১২ ডিসেম্বর ) রাত আটটায় আরটিভিতে প্রচারিত হবে নাটকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, স্নিগ্ধা মোমিন, সায়কা আমিন, শাহেদ আলী সুজন, হিন্দোল রায়, আফতাবসহ অনেকে।

এম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্টয়নিসের সেঞ্চুরিতে লক্ষ্ণৌকে হারাল চেন্নাই
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
আমেরিকার পর ইউরোপেও চাপের মুখে টিকটক
বিএসএমএমইউ’র উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব নিলেন ডা. আতিক
X
Fresh