• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘মিস ওয়ার্ল্ড’ হতে পারলেন না ঐশী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:৫৪
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী ছিলেন এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে। কিন্তু শেষ পর্যন্ত মিস ওয়ার্ল্ড বিজয়ী হতে পারলেন না পিরোজপুরের মেয়ে ঐশী। ফাইনাল পর্বে ৩০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড’ এর মুকুট জিতে নিলেন মেক্সিকান সুন্দরী ভ্যানেসা পন্তে দেলেওন।

চীনের হাইনান প্রদেশের সানাইয়া সিটি এরেনায় শনিবার (৮ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির ফাইনাল আসর। সেখানেই এবারের বিজয়ী ভ্যানেসার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী মানুষি চিল্লার।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসর বসেছিল এবার। বিশ্বের ১১৭ দেশের সুন্দরী অংশ নেন প্রতিযোগিতায়। ফাইনাল পর্বে মুখোমুখি হন ৩০ সুন্দরী। তাদের মধ্য থেকে বিজয়ীর মুকুট অর্জন করেন ২৬ বছর বয়সী ভ্যানেসা পন্তে।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সিইও ও চেয়ারম্যান জুলিয়া মর্লে এবারের বিজয়ীর নাম ঘোষণা করেন। প্রথমবারের মতো মেক্সিকোর কোনও সুন্দরী এই খেতাব জিতলেন। ২০০৫ এবং ২০০৯ সালে প্রথম রানারআপ হয় মেক্সিকো। ২০০৭ সালে দ্বিতীয় রানারআপ ও ১৯৭৭ সালে তৃতীয় রানারআপ হয় দেশটির প্রতিযোগী।

প্রতিযোগিতার সেরা ৩০-এ স্থান পেয়েছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী। ৩০ থেকে নির্বাচিত হন সেরা ১২। কিন্তু এ তালিকায় জায়গা হয়নি তার। এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন থাইল্যান্ডের নিকোলিন পিচাপা লিমসনুকান।

পিআর/এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিস ওয়ার্ল্ড ২০২৪ জিতলেন চেক সুন্দরী ক্রিস্টিনা পিসকোভা 
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে লড়বেন যে ১০ প্রতিযোগী
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার পর্দা উঠছে আজ
X
Fresh