• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘গ্লোরিয়াস টু ইয়ার্স কনসার্ট’-এ মাদককে ‘না’ বলার আহ্বান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৫

ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটে শনিবার (৮ ডিসেম্বর) ‘গ্লোরিয়াস টু ইয়ার্স কনসার্ট’র আয়োজন করে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

অনুষ্ঠানের মূল পর্বে দেশের স্বনামধন্য ব্যান্ডশিল্পীরা সংগীত পরিবেশন করেন। বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল দুই বছর পূর্তি উপলক্ষে মহান বিজয়ের মাসে এ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা এই কনসার্ট উপভোগ করেন।

আয়োজনের শুরুতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানের পরবর্তী অংশে শিল্পীরা গান পরিবেশন করেন। মঞ্চে গান শুরুর আগে শিল্পীরা সদ্যপ্রয়াত ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

প্রথমেই গান পরিবেশন করে ব্যান্ডদল ‘ওউন্ড’। এরপর একে একে মঞ্চে আসেন ‘পার্পল হেইজ’ এবং ‘পাওয়ারসার্জ’। সুরের ঝংকারে মুখরিত হয়ে থাকে পুরো ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউট মিলনায়তন। গানের তালে তালে শিল্পীরা তরুণদের মাদককে না বলার আহ্বান জানায়।

আয়োজনের দ্বিতীয়ভাগে পারফর্ম করে জনপ্রিয় ব্যান্ডদল ‘ব্ল্যাক’। এই মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় গ্লোরিয়াস টু ইয়ার্স কনসার্টের।

আরও পড়ুন :

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh