• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ঐশীর দিকে তাকিয়ে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ডিসেম্বর ২০১৮, ১৩:১২

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় এবারের আসরে বাংলাদেশ থেকে জান্নাতুল ফেরদৌসী ঐশী অংশ গ্রহণ করেছেন। শুধু তাই নয় অতীতের সব রেকর্ড ভেঙে বাংলাদেশের কোনও প্রতিযোগী গ্র্যান্ড ফিনালে বিশ্বসেরা ত্রিশ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন। আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫ টায় চীনের সানাই শহরে বসছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

সেখানে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবেন ঐশী। এরই মধ্যে মিস ওয়ার্ল্ড নির্বাচনে চলছে ভোটিং। এ প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য ঐশীর এখন ভোট দরকার। তাকে সেরাদের সেরা করতে ভোট করা যাবে গ্র্যান্ড ফিনালে শুরুর আগ পর্যন্ত। বিকেল পাঁচটায় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে জুম টেলিভিশন। এমনটাই জানা গেছে।

প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে বিশ্বের সেরা ৩০ সুন্দরী লড়ছেন গ্র্যান্ড ফিনালে। এখান থেকেই নির্বাচিত হবেন এবারের বিশ্ব সুন্দরী।

‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরে সেরাদের তালিকায় জায়গা করে নেন বাংলাদেশের ঐশী।

এর আগে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে নানা ধাপ পেরিয়ে ৩০ সেপ্টেম্বরের গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হন তিনি। ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের রাজদর্শন মিলনায়তনে বসেছিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর গ্র্যান্ড ফিনালে। অন্তর শোবিজের আয়োজনে সেদিন সেরা ১০ সুন্দরীর মধ্য থেকে ঐশীকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। এরপর তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পান।

এখন অপেক্ষার পালা কে হবেন মিস ওয়ার্ল্ড ২০১৮ তা দেখার। বাংলাদেশের প্রতিযোগী হিসেবে এদেশের মানুষের চাওয়া থাকবে ঐশীর মাথায় যেন বিজয় মুকুট উঠে।

এম/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh