• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাঙ্গালিনী সুফিয়া হাসপাতালে ভর্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৪

লোকসংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া অসুস্থ। গেলো মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে ভর্তি হয়। এখন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

তার বড় মেয়ে পুষ্প বলেন, মা এখন কথা বলতে পারছেন না। চিকিৎসকরা মায়ের কিডনি এবং হার্টের সমস্যার কথা বলছেন। কিন্তু এ সমস্যাগুলো মায়ের এতদিন ছিল না। সমস্যা ছিল মাথায়। এখন বয়সজনিত বিভিন্ন সমস্যাই দেখা দিচ্ছে। কি করবো, কিছুই বুঝতে পারছি না।

পুষ্প আরও বলেন, দু’দিন ধরেই আমরা পরিবারের চার-পাঁচজন লোক মায়ের সঙ্গে আছি।

কাঙ্গালিনী সুফিয়ার উল্লেখযোগ্যে গানের মধ্যে রয়েছে ‘কোন-বা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’, ‘আমার ভাঁটি গাঙের নাইয়া’। মাটির গানের মাধ্যমে তিনি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন।

গুণী এই শিল্পীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক ডিজি মুস্তাফা মনোয়ার ‘কাঙ্গালিনী’ উপাধি দেন। তারপর থেকে সুফিয়া খাতুন বদল করে দেশব্যাপী কাঙ্গালিনী সুফিয়া নামে পরিচিত হন তিনি।

এম/এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার 
যাত্রীদের নিরাপত্তায় কমলাপুর স্টেশনে র‌্যাবের কন্ট্রোল রুম
জন্মদিনে ‘জংলি’ হয়ে ধরা দিলেন সিয়াম
সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
X
Fresh