• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

একই দিনে হলিউডের দুই ছবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ডিসেম্বর ২০১৮, ১১:৩৩
ছবি: সংগৃহীত

হলিউডের দুই ছবি মুক্তি দিচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্স। আগামী ৮ ডিসেম্বর একসঙ্গে মুক্তি পাবে কমেডিনির্ভর থ্রিডি অ্যানিমেশন ছবি ‘রালফ ব্রেকস দ্য ইন্টারনেট’ এবং অ্যাডভেঞ্চারধর্মী ছবি ‘মরটাল ইঞ্জিনস’।

যার মধ্যে ‘মরটাল ইঞ্জিনস’ ছবিটি যুক্তরাষ্ট্রের আগেই মুক্তি পাচ্ছে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পাবে ১৫ ডিসেম্বর আর বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ছবিটি মুক্তি দিচ্ছে ৮ ডিসেম্বর।

অন্যদিকে ২১ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া ‘রালফ ব্রেকস দ্য ইন্টারনেট’ ইতোমধ্যে অ্যানিমেশন ছবির ভক্তমহলে ভালো সাড়া জাগাতে সক্ষম হয়েছে।

২০১২ সালে প্রথম কিস্তি ‘রেক ইট রালফ’ মুক্তির পরপরই বাজিমাত করেছিল। এরপর থেকেই দর্শকরা অপেক্ষা করছিলেন সিক্যুয়ালের। প্রায় ৬ বছর পর সেই অপেক্ষার অবসান ঘটেছে।

গত ২১ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘রালফ ব্রেকস দ্য ইন্টারনেট’। মুক্তির পর থেকে দর্শকদের আলোচনায় রয়েছে ছবিটি। বক্স অফিস রিপোর্টও বেশ আশাব্যাঞ্জক। অস্কারজয়ী পরিচালক রিচ মুর এই ছবি নির্মাণ করেছেন।

অন্যদিকে পিটার জ্যাকসনের উপন্যাস ‘মরটাল ইঞ্জিনস’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘মরটাল ইঞ্জিনস’ ছবিটি। অ্যাডভেঞ্চারধর্মী এ ছবির চিত্রনাট্য লিখেছেন একমেবাদ্বিতীয়ম পিটার জ্যাকসন। পরিচালনা করেছেন অস্কারজয়ী ভিজ্যুয়াল ডিরেক্টর ক্রিস্টিয়ান রিভারস।

অভিনয় করেছেন হিউগো ওয়েভিং, রবার্ট শিহান, স্টিফেন ল্যাং, হেরা হিলমার, লেইলা জর্জসহ আরো অনেকে। ১০০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি পরিবেশন করছে ইউনিভার্সেল পিকচার্স।

পিআর/এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আম্বানির ছেলের বউ যার সঙ্গে প্রেম করতেন
এবার হিন্দি ছবি আমদানিতে স্টার সিনেপ্লেক্স
সাতজন পুরুষকে আটবার বিয়ে করেন যে অভিনেত্রী
‘জলদস্যু’ হয়ে আসছেন প্রিয়াঙ্কা
X
Fresh