• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আলোকচিত্রী আনোয়ার হোসেন আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ ডিসেম্বর ২০১৮, ১৫:২৬

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী আনোয়ার হোসেন আর নেই। আজ (০১ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখন জানা যায়নি।

দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছিলেন আনোয়ার হোসেন। মাঝে মাঝে দেশেও থাকতেন।

গুণী এই মানুষ চিত্রগ্রাহক হিসেবে সূর্যদীঘল বাড়ি, এমিলির গোয়েন্দা বাহিনী, লালসালু, অন্যজীবন-এর মতো ছবিতে কাজ করেছেন।

আনোয়ার হোসেন ১৯৪৮ সালে পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। চিত্রগ্রহণের জন্য পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। ১৯৬৭ সালে আলোকচিত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি।

তার বাবা সিনেমা অফিসে চাকরি করতেন বলে প্রচুর ছবি দেখার সুযোগ পেতেন। সেখান চলচ্চিত্রের প্রতি আগ্রহ তৈরি হয় তার। সেই আগ্রহের কারণে স্থিরচিত্রের পাশাপাশি উল্লেখযোগ্য বেশি কিছু ছবির সিনেমাটোগ্রাফি করেছেন তিনি।

আরও পড়ুন :

এম/এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক পিএসের কাছে হারলেন আনোয়ার হোসেন মঞ্জু
X
Fresh