• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মনে পড়ে সুচিত্রাকে?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ ডিসেম্বর ২০১৮, ১৪:২৮

নব্বইয়ের দশক। বলিউড ছবির দর্শকের কাছে শাহরুখ খানের নায়িকা ‘অ্যানা’ নামেই পরিচিত তিনি। একাধারে অভিনেত্রী, গায়িকা, লেখিকা, চিত্রশিল্পীও বটে। তিনি আর কেউ নন সুচিত্রা কৃষ্ণমূর্তি।

সোনু নিগমের পাশাপাশি আজান-বিতর্কে নাম জড়িয়েছিল তারও। এছাড়া ‘মি টু’ ক্যাম্পেইন প্রসঙ্গে সুচিত্রা বলেছিলেন, ‘অনেক বছর আগেই আমি এ বিষয়ে কথা বলেছিলাম। মহিলাদের প্রতি এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। এতে যদি আসল উদ্দেশ্য সিদ্ধ না হয়, তবে তা দুঃখের।’

এই অভিনেত্রী শেখর কাপুরকে বিয়ে করেছিলেন। যদিও পরে বিচ্ছেদও হয়ে যায় তাদের। তিনি সিঙ্গেল মাদার হিসাবেই সন্তানকে মানুষ করেছেন।

শেখর ও সুচিত্রার মেয়ে কাবেরী সঙ্গীত শিল্পী প্রশংসিত হয়েছেন ইতিমধ্যেই। কিন্তু এত কিছুর মাঝেও একটা মারাত্মক অসুখে ভুগেছিলেন তিনি। অ্যাফালাটোসিস নামে একটি মানসিক রোগে আক্রান্ত হয়েছিলেন সুচিত্রা। খবর আনন্দ বাজারের।

রামগোপাল বর্মা পরিচালিত ‘রণ’ ছবিতে শেষ দেখা যায় তাকে। ২০১৩ সালে ‘ড্রামা কুইন’ নামে একটি বই প্রকাশ পায় সুচিত্রার।

এম/এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করলো ইসরায়েল 
ইতিহাস গড়ল ইউএস-বাংলা, আবুধাবিতে বেসরকারি ফ্লাইট চালু
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
X
Fresh