logo
  • ঢাকা রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯, ৩১ ভাদ্র ১৪২৬

আসিফ-তানহার ‘একটা গল্প ছিল’

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৮ নভেম্বর ২০১৮, ১৭:৪২ | আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৮:০৯
আসিফ আকবর মানেই নতুন কিছু। আসিফ আকবর মানেই ভিন্ন কিছু। এরই ধারাবাহিকতায় বাংলা গানের এই যুবরাজ আনলেন নিজের নতুন গান ‘একটা গল্প ছিলো’।

কি গল্প ছিল? কার সাথেই বা এই গল্প? জানতে হলে একটু ঘুরে আসতে হবে ‘ডিজিটাল সল্যুশন’ এর ইউটিউব চ্যানেল ‘রসগোল্লা’তে। এই চ্যানেলেই মুক্তি পেয়েছে আসিফের নতুন গান ‘একটা গল্প ছিল’।

স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর করেছেন মুহাম্মদ মিলন আর সঙ্গীতায়োজনে ছিলেন এমএমপি রনি। সৌমিত্র ঘোষ ইমনের ভিডিও পরিচালনায় এতে আসিফ আকবরের সাথে মডেল হয়েছেন তানহা তাসনিয়া।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন- এটি একটি রোমান্টিক ঘরানার গান। গানটির ভিডিও দারুণ হয়েছে। আমার শ্রোতা-দর্শকরা আমার কাছে যে ধরনের গান আশা করেন ‘একটা গল্প ছিল’ ঠিক সে ধরণের গান। স্নেহাশীষ, মিলন আর রনি দারুন কাজ করেছে। ‘ডিজিটাল সল্যুশন’  এর জন্য শুভ কামনা। আশা করছি সবার ভালো লাগবে।

গেলো ২৭ নভেম্বর ‘একটা গল্প ছিল’ গানটি প্রকাশিত হয় ইউটিউব চ্যানেল রসগোল্লা’তে।

এম/পিআর    

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়