• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৫ দফা মেনে নেয়ার দাবি টিভি শিল্পী ও কলাকুশলীদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ নভেম্বর ২০১৬, ১২:২০

টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের ৫ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানালেন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) সভাপতি মামুনুর রশীদ। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন মিডিয়া ইউনিটিকেও এফটিপি ‘র দাবির সঙ্গে একমত হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমরা মিডিয়া ইউনিটির সঙ্গে একমত হয়ে তাদের কর্মসূচি ও দাবিতে সংহতি জানিয়েছি। তারা আমাদের দাবির সঙ্গে একমত না হলে তাদের সংহতি জানাতে দেয়া হবে না।

বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ ক্রয় ও প্রচারে এজেন্সির হস্তক্ষেপ বন্ধসহ ৫ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে সংগঠনটি।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে- দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করতে হবে। টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির নূন্যতম ও যৌক্তিক হার পুনঃনির্ধারণ করতে হবে। বিশেষ প্রয়োজনে কাজ করতে হলে সরকারের অনুমতি এবং সংশ্লিষ্ট সংগঠনসমূহে নিবন্ধিত হতে হবে।

সকাল ১১ টায় পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

সমাবেশের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত এবং এটিএম শামসুজ্জামান।

টিএইচ /এফএস/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh