• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

এই কাজটি অন্যদের অনুপ্রাণিত করবে: বাঁধন

পাভেল রহমান, আরটিভি অনলাইন

  ২৬ নভেম্বর ২০১৮, ১৮:০৫
ছবি: সংগৃহীত

‘একটা ভালো কাজ যে কতটা আনন্দ দিতে পারে, সেই আনন্দটাই পাচ্ছি। এই কাজটি অন্য সবাইকে অনুপ্রাণিত করবে। আমি সবাইকে বলবো- মরোণত্তোর চক্ষু দান করতে। আমি হয়তো পৃথিবীতে থাকবো না। কিন্তু আমার চোখ দিয়ে অন্য একজন মানুষ পৃথিবীর আলো দেখবে। এই কাজটি আমরা সবাই চাইলেই করতে পারি।’

আরটিভি অনলাইনের সঙ্গে সোমবার বিকেলে কথাগুলো বলছিলেন এই সময়ে জনপ্রিয় তারকা আজমেরী হক বাঁধন। গতকাল ২৫ নভেম্বর, রোববার মরণোত্তর চক্ষুদান করলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান এবং অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা তিনজন আনুষ্ঠানিকভাবে রাজধানীর কাঁটাবন অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানটির দপ্তরে গিয়ে মরণোত্তর চক্ষুদান করেছেন।

অভিনেত্রী বাঁধন বলেন, ‘গত এক বছর আমার জীবনের কঠিন সময় পার করেছি। আর এই কঠিন সময়েই জীবনকে নতুন করে বুঝতে শিখেছি। ভালো কাজের মধ্য দিয়েই মানুষের বেঁচে থাকা স্বার্থক হয়। আমার এক শিক্ষক আমাকে চক্ষু দান করার জন্য অনুপ্রাণিত করেছেন। এই কাজটি করার পর নিজের মধ্যে ভালো একটি কাজ করার আনন্দ পাচ্ছি।’

সবার উদ্দেশে বাঁধন বলেন, ‘এই কাজটি সবাই করতে পারেন। আমাকে যারা চেনেন, পছন্দ করেন, ভালোবাসেন। সবাইকে বলবো- মরণোত্তর চক্ষু দান প্রক্রিয়াটা খুবই সহজ। আমরা পৃথিবীতে থাকবো না। কিন্তু আমাদের চোখ দিয়ে অন্য কেউ পৃথিবীর আলো দেখতে পাবেন। আর এই সুন্দর কাজটি সবাই করতে পারি।’

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ অফিসার বাঁধন, টিজারেই বাজিমাত (ভিডিও)
এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারকের আসনে বাঁধন
ওই সময়ে তিনি আমার জীবন রক্ষা করেছেন : বাঁধন
X
Fresh