• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ নভেম্বর ২০১৮, ১৮:০৬
ছবি: সংগৃহীত

ভারতের গোয়ায় গত ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সেখানেই প্রতিবছর বসে চলচ্চিত্রের বাজার। গোয়া ‘ফিল্ম বাজার’ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফিল্ম বাজার।

আর এই বাজারের ভিউ কর্ণারে রয়েছে ‘হৃদয়ের রংধনু’ ছবিটি। ২৪ নভেম্বর গোয়ার স্থানীয় সময় বেলা ২টায় সিনেমাটির একটা প্রদর্শনীও হবে ফিল্ম বাজারে। আরটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন ‘হৃদয়ের রংধনু’ সিনেমার পরিচালক রাজিবুল হোসেন।

এই নির্মাতা এখন ভারতে অবস্থান করছেন। চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গত ১৯ নভেম্বর ভারতে গিয়েছেন তিনি। ২৪ নভেম্বর ‘হৃদয়ের রংধনু’ সিনেমার এশিয়া প্রিমিয়ার হবার পর দেশে ফিরবেন রাজিবুল হোসেন।

গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে দেশের আরেকটি সিনেমা প্রদর্শিত হচ্ছে সেটি হল নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ ছবিটি। উৎসবের ওয়ার্ল্ড সিনেমা প্যানারোমা বিভাগে দেখানো হবে ছবিটি।

উল্লেখ্য, দীর্ঘদিন সেন্সরে আটকে থাকার পর গত ২৩ অক্টোবর সেন্সর ছাড়পত্র পায় সিনেমা ‘হৃদয়ের রংধনু’। দেশে প্রদর্শনের আগে ছবিটি জায়গা করে নিয়েছে ‘গোয়া ফিল্মবাজারে’।

আরও পড়ুন :

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh