• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মুক্তি পেয়েছে চমেক শিক্ষার্থীদের শর্টফিল্ম ‘অনাগতা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ নভেম্বর ২০১৮, ১৫:৪৫
ছবি: সংগৃহীত

ইউটিউবে মুক্তি পেয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থীর যৌথ উদ্যোগে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'অনাগতা'। শব্দ প্রোডাকশনস'র ব্যানারে তাহমিদ হক জাহিনের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরাফাত নিলয়।

এতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস রিমু ও তানজিম রাফি। নেপথ্য কণ্ঠ দিয়েছেন তাসিন আফরোজ।

চলচ্চিত্রটি সম্পর্কে জান্নাতুল ফেরদৌস রিমু আরটিভি অনলাইনকে বলেন, মেডিকেলের শিক্ষার্থী হিসেবে জানি, প্রতিদিন অসংখ্য গর্ভপাত ঘটানো হচ্ছে। এটা এক ধরনের হত্যা। মানুষের অজ্ঞতার জায়গা থেকেই এটা ঘটছে। এ বিষয়ে সচেতনতা তৈরি করতেই এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।

এ ব্যাপারে পরিচালক আরাফাত নিলয় আরটিভি অনলাইনকে বলেন, এখানে মূলত এক দম্পতির কথোপোকথনের মধ্য দিয়ে তাদের অনাগত সন্তান সম্পর্কে অনুভূতিগুলোই তুলে ধরা হয়েছে। আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে। যেহেতু এটি আমাদের সবারই প্রথম কাজ, তাই দর্শকরা যাতে এটা দেখে আমাদের আরও কাজ করার উৎসাহ জোগায়, সেই প্রত্যেশা করছি।

নওশিন জামিল চৈতীর প্রযোজনায় চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন হিমেল মাহাদী। সম্পাদনা করেছেন নাফিস জাকির।

এসজে/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh