• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

স্টার সিনেপ্লেক্সে হলিউডের দুই সিনেমা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ নভেম্বর ২০১৮, ০৮:৩০
ছবি: সংগৃহীত

আগামী ১৬ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজের নতুন সিনেমা ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়ার্ল্ড’। একইদিনে ছবিটি মুক্তি পাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।

ডেভিড ইয়েটসের পরিচালনায় ছবির চিত্রনাট্য লিখেছেন হ্যারি পটার-খ্যাত লেখক জে কে রাউলিং। ২০১৬ সালে মুক্তি পায় ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজের প্রথম কিস্তি ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হয়ার টু ফাইন্ড দেম’।

দুই বছর পর মুক্তি পেতে যাচ্ছে এর সিক্যুয়াল। বছরের মাঝামাঝি সময়ে ইউটিউবে ছবিটির ট্রেইলার প্রকাশের পরপরই দর্শকের মাঝে সাড়া ফেলে ছবিটি।

অন্যদিকে, জনপ্রিয় মার্কিন লেখক ডক্টর সুয়েসের লেখা বই ‘হাউ দ্য গ্রিঞ্চ স্টোল ত্রিসমাস’ অবলম্বনে নির্মিত ‘দ্য গ্রিঞ্চ’ ছবিটিও এদিন মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

অ্যানিমেটেড ছবিটি পরিচালনা করেছেন পিটার ক্যান্ডিল্যান্ড ও ইয়ারো চেনি। প্রযোজনা করেছে ইউনিভার্সাল পিকচার্স অ্যান্ড ইলুমিনেশন এন্টারটেইনমেন্ট।

ছবিটির ট্রেইলারে দেখা যায়, অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় গিঞ্চের। এতে বিরক্ত হয়ে বই ছুড়ে অ্যালার্ম ঘড়িটি বন্ধ করে দেয়ার চেষ্টা করে। এরপর তার অনুগত কুকুর ম্যাক তাকে কফি বানিয়ে খাওয়ায়। তারপর গ্রিঞ্চ পোশাক পরে বাইরে বের হয় এবং নানা ধরনের বিরক্তিকর ঘটনা ঘটায়।

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
এবার হিন্দি ছবি আমদানিতে স্টার সিনেপ্লেক্স
২৭ প্রেক্ষাগৃহে আহমেদ রুবেলের ‘পেয়ারার সুবাস’
বাবার কাছ থেকেই শেষ বিদায় নিয়েছিলেন রুবেল
X
Fresh