• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুস্থ হয়ে উঠছেন কাওসার আহমেদ চৌধুরী

পাভেল রহমান, আরটিভি অনলাইন

  ০৮ নভেম্বর ২০১৮, ১৪:২০
ছবি: সংগৃহীত

দেশের গুণী গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী শারীরিক অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২৭ অক্টোবর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি হবার পরামর্শ দেন।

কাওসার আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে আরটিভি অনলাইনের পক্ষ থেকে তার ছেলে প্রতীকের সঙ্গে যোগাযোগ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রতীক বলেন, বাবার শারীরিক অবস্থার এখন কিছুটা উন্নতি হচ্ছে। চিকিৎসক আমাদের বলেছেন, আর দু-একদিনের মধ্যে বাসায় নিয়ে যেতে পারবো।

প্রতীক আরও বলেন, বাসায় নিয়ে গেলেও নিয়মিত চিকিৎসা তত্ত্বাবধানেই রাখতে হবে। বাবার কিডনিতে সমস্যা রয়েছে। তাছাড়া এন্টিবায়েটিক নিতে হয়েছে। যার জন্য শরীর ভীষণ দুর্বল।

এদিকে কবি কাওসার আহমেদ চৌধুরীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দেশের বরেণ্য কবি নির্মলেন্দু গুণ। এসময় শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। কিছু সময় তারা কথা বলেন।

উল্লেখ্য, কাওসার আহমেদ চৌধুরী বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গানের গীতিকার। তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে আছে- ‘যেখানে সীমান্ত তোমার’, ‘এই রূপালী গিটার ফেলে’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না।’

পিআর/এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh