• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ নভেম্বর ২০১৮, ০৯:৫৬
ছবি: সংগৃহীত

দেশের গুণী গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী শারীরিক অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২৭ অক্টোবর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি হবার পরামর্শ দেন।

কাওসার আহমেদ চৌধুরীর পারিবারিক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে চিকিৎসকরা তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে(আইসিইউ) চিকিৎসাধীন রাখেন। তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। তবে গতকাল থেকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে বলে জানা গেছে।

হাসপাতালে কাওসার আহমেদ চৌধুরীর সঙ্গে তার একমাত্র সন্তান প্রতীকসহ পরিবারের অন্য সদস্যরা আছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যাপারেও আলোচনা চলছে।

উল্লেখ্য কাওসার আহমেদ চৌধুরী বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গানের গীতিকার। তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে আছে- ‘যেখানে সীমান্ত তোমার’, ‘এই রূপালী গিটার ফেলে’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’।

আরও পড়ুন :

পিআর/কে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh