• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আবারও মঞ্চে ‘ইবলিশ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ অক্টোবর ২০১৮, ১৪:৪৬
‘ইবলিশ’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ৩০ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে আরণ্যকের সাড়া জাগানো নাটক ‘ইবলিশ’।

১৯৮১ সালে নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। এরপর দেশে-বিদেশের মঞ্চে এই নাটকের শতাধিক প্রদর্শনী হয়েছে। রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।

মাঝে বেশ কিছু বছর নাটকটির প্রদর্শনী বন্ধ ছিল। ২০১৭ সালে আরণ্যকের ৪৫ বছর পূর্তি উৎসবে ‘ইবলিশ’ নাটকটি পুনরায় মঞ্চে আসে। আগামীকাল নাটকটির প্রদর্শনীকে ঘিরে মগবাজারে আরণ্যকের মহড়া কক্ষে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নাটকটির শিল্পী-কলাকুশলীরা।

জানা গেছে, এবারের প্রদর্শনীতে মঞ্চে অভিনয় করবেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, আজিজুল হাকিম, শাহ আলম দুলাল, ফয়েজ জহির, মোমেনা চৌধুরী, আমিন আজাদ, রুবলী চৌধুরীসহ নবীন–প্রবীণ অনেক শিল্পী।

ইবলিশ নাটকে তালেবেলেম চরিত্রে অভিনয় করবেন আজিজুল হাকিম। তিনি বলেন, আমরা খুব আনন্দ নিয়ে আগেও যেমন মহড়া করতাম, এখনও করছি। অনেক দিন পর মঞ্চে অভিনয় করবো। এটা দারুণ আনন্দের ব্যাপার।

অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, টেলিভিশন নাটক, সিনেমায় অভিনয় করলেও মঞ্চ থেকেই তো শুরু। আরণ্যক আমার ঘর, আরণ্যকের হয়ে মঞ্চে অভিনয় করা মানে নিজের ঘরে ফেরা। তাই দারুণ আনন্দ কাজ করে, সেই সাথে সরাসরি দর্শকের সামনে অভিনয় করতে গিয়ে তুমুল উত্তেজনাও কাজ করে।

আরও পড়ুন :

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যুগে যুগে ইবলিশের অনুসারী খারাপ জ্বীনেরা মানুষকে অপহরণ করেছে’
X
Fresh