• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসবে তৃতীয়দিনের তারকারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ নভেম্বর ২০১৬, ১৩:৩৩

শনিবার 'বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব ২০১৬'র তৃতীয় দিন। রাজধানীর আর্মি স্টেডিয়ামে সন্ধ্যায় দলীয় সরোদ পরিবেশন করবে বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থীবৃন্দ।

রাতব্যাপী আয়োজনে বাঁশি পরিবেশন করবেন শশাঙ্ক সুব্রহ্ম্যণন। মৃদঙ্গম-পারুপল্লী ফাল্পুন, তবলায় থাকবেন সত্যজিৎ তালওয়ালকার।

খেয়াল পরিবেশন করবেন ড. প্রভা আত্রে। তবলায় থাকবেন রোহিত মজুমদার। এরপর তবলা বাজাবেন পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়। আর তাকে তবলায় সহযোগিতা করবেন অনুব্রত চট্টোপাধ্যায়।

ধ্রুপদ পরিবেশন করবেন পণ্ডিত উদয় ভাওয়ালকার। পাখোয়াজে প্রতাপ আওয়াদ। সেতার শোনাবেন পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তবলায় পরিমল চক্রবর্তী। খেয়াল পরিবেশন করবেন ওস্তাদ রশিদ খান। তবলায় পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।

গেলো ২৪ নভেম্বর শুরু হওয়া পাঁচদিনের উৎসব ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

এইচএম/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh