• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

স্টুডিও হলে ‘ওপেন কাপল’

পাভেল রহমান, আরটিভি অনলাইন

  ২৬ অক্টোবর ২০১৮, ১৬:১১
‘ওপেন কাপল’ নাটকের দৃশ্যে সারা যাকের ও জিয়াউল হাসান কিসলু। ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ‘ওপেন কাপল’। আরটিভি অনলাইনকে এই তথ্য জানান নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য আব্দুর রশীদ।

‘দারিও ফো’ ও ‘ফ্রাঙ্কা রামে’র রচনায় নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সারা যাকের। নাটকটিতে মূলত দুটি চরিত্র। আর এতে অভিনয় করবেন সারা যাকের ও জিয়াউল হাসান কিসলু।

-------------------------------------------------------
আরও পড়ুন : সালমানের জন্য দিশা পাটানির কঠোর অনুশীলন
-------------------------------------------------------

এক বহুগামী স্বামী ও স্ত্রী- এই সম্পর্কের ভিত্তিতে দুই চরিত্রে সাজানো নাটক ‘ওপেন কাপল’। ওই স্বামী এক নারীর সঙ্গে সম্পর্কের রীতিতে তার স্ত্রীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন না। সেই সুবাদে তিনি নিজেকে যেমন তৈরি করেছিলেন তেমনি স্ত্রীকেও অনেকটা বাধ্য করতেন বিভিন্ন সঙ্গীর সান্নিধ্যে যাওয়ার।

তবে এ ধরনের সম্পর্কে অস্বস্তির পাশাপাশি ভীষণ বিব্রত হতেন স্ত্রী। কিন্তু স্বামী অবলীলায় অন্য নারীর সঙ্গ উপভোগ করতেন। একপর্যায়ে স্বামী উপলব্ধি করেন যে তার স্ত্রী বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াতে চাইছে না। তবে রাইট নামের একজনের প্রতি তৈরি হয়েছে তার আসক্তি। এ ঘটনায় চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন স্বামী।

এই নাটকটির মধ্য দিয়ে মূলত তরুণদের মাঝে একটি সুন্দর ম্যাসেজ দেয়ার চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন :

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম ডেভেলপমেন্ট কমিউনিকেশন কনক্লেইভে রামেন্দু-সারা যাকের-ত্রপা
ভোট দিয়ে যা বললেন সারা যাকের
X
Fresh