• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

দুই বছর পর সেন্সর সনদ পেলো ‘হৃদয়ের রংধনু’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৮, ১৯:২৭
ছবি সংগৃহীত

দীর্ঘ দুই পর সেন্সর সনদ পেয়েছে ‘হৃদয়ের রংধনু’ চলচ্চিত্র। আজ সেন্সর সনদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নির্মাতা।

সেন্সর সনদ হাতে পেয়ে ছবিটির নির্মাতা রাজীবুল হোসেন ফেসবুক পোস্টে লিখেছেন, দুই বছর সেন্সর বোর্ডের সঙ্গে যুদ্ধ করার পর সনদ পেলাম। এটা স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য দারুণ একটি উদাহরণ।

তিনি আরও লেখেন, ধন্যবাদ জানাই সকল গণমাধ্যম কর্মীদের। তারা শুরু থেকে আমার পাশে ছিলেন। আমার টিমের সদস্যদের প্রতি কৃতজ্ঞ তারা আমার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। শিগগিরিই সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবির মুক্তি ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানাবো।

দেশের প্রথম অ্যাডভেঞ্চার সিনেমা ‘হৃদয়ের রংধনু’ যার ইংরেজি ট্যাগ ‘লাইফ ইন রেইনবো’। চলচ্চিত্রে অভিনয় করেছেন সার্বিয়ান মডেল মিনা পেটকোভিচ।

একঝাঁক তরুণ-তরুণীর গল্প নিয়ে নির্মিত ছবিটিতে আরও অভিনয় করেছেন মুহতাসিন সজন, শামস কাদির, খিং সাই মং মারমাসহ অনেকে।

এর আগে পরিচালক রাজীবুল হোসেন ২০০৬ সালে 'বালুঘড়ি' নামে চলচ্চিত্র নির্মাণ করেন। যা দেশের প্রথম ডিজিটাল ফরমেটে নির্মিত চলচ্চিত্র।

আরও পড়ুন :

এম/এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনের পরিবেশ নিয়ে নিপুণের মন্তব্য
‘নিপুণ বিষয়টি নিয়ে অনুতপ্ত’
ঈদে দর্শকপ্রিয়তার শীর্ষে ‘রাজকুমার’
মান্নার মৃত্যু মানে চলচ্চিত্রের অর্ধেক মৃত্যু হয়ে গেছে : মিশা সওদাগর (ভিডিও)
X
Fresh